
আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। অধিনায়কত্ব সামলাবেন লিটন দাস। কতোটা পেরে উঠবেন তিনি? বাড়তি দায়িত্বে ব্যাটিংয়ে ঘাটতি দেখা দেবে কী?
আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান সাকিব আল হাসান। তৃতীয় ওয়ানডেটা খেলা হয়নি। ছিটকে গেছেন ছয় সপ্তাহের জন্য। থাকছেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও।
এমন অবস্থায় টেস্টে সাকিবের ডেপুটি লিটনের ঘাড়েই পড়ছে অধিনায়কত্বের ভার। তবে, শোনা যাচ্ছিল, নেতৃত্বে অনীহা ছিলো তার। কারণ, বাড়তি দায়িত্ব, ব্যাটিংয়ে মনঃসংযোগ কেড়ে নেয়।
তবে, আফগানদের বিপক্ষে রশিদ খানের সঙ্গে লিটনই নামবেন টস করতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তেমনটাই নিশ্চিত করেছেন। দ্বিধা ভুলে সম্মত ২৮ বছরের লিটনও।
টেস্টে প্রথমবার। ওয়ানডেতে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আছে আগে থেকেই। গত ডিসেম্বরে ঘরের মাঠে তামিমের অনুপস্থিতিতে, ভারতের বিপক্ষে সিরিজ সামলেছেন। ২-১ ব্যবধানে জয়ও এসেছিলো। এখন দেখার পালা, সাকিবের কাজটা কতোটা সামলাতে পারেন লিটন।
