
সিরাজগঞ্জের যমুনায় শুরু হয়েছে তীব্র ভাঙন। এদিকে ঢিমে তালে আগোচ্ছে প্রায় সাড়ে ৬শ কোটি টাকার স্থায়ী বাঁধের কাজ। তাই আতঙ্কিত ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দারা। তারা দুষছেন ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসিনতাকে।
চোখের সামনে একের পর এক যমুনার গর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলি জমি। দেড় যুগে জেলার চৌহালীর পশ্চিম ও শাহজাদপুর উপজেলার পূর্বাঞ্চলে এনায়েতপুর থানার কমপক্ষে সাড়ে ১২ হাজার বসত ভিটা নদী গর্ভে গেছে।
গত বছর নদী ভাঙন রোধে সাড়ে ৬কিলোমিটার এলাকায় স্থায়ী তীর সংরক্ষনে ৬৪৭ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু সম্প্রতি যমুনার উজানে ভাঙন বেড়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।
দ্রুত স্থাতী বাঁধের কাজ শেষ করার শাক করছেন সরকারি কর্মকর্তারা। নদীর পাড়ে স্থায়ীয় বাঁধ রক্ষা করবে যমুনা পারের জীবন জীবিকা। ততাই দ্রুত এ প্রকল্প শেষ হবে, আশা সংগ্রামী মানুষগুলোর।
ফই//
