
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে এগিয়ে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দাপট ধরে রাখতে চায় তামিম ইকবালরা। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া সফরকারী আয়ারল্যান্ড।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টা এসেছে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই জয় যে কোন দলের বিপক্ষেও সবচেয়ে বড় জয়। প্রথম ওয়ানডের ৩৩৮ রানের স্কোরটাও ওডিআইতে সবচেয়ে বড় সংগ্রহ যে কোন দলের বিপক্ষে। এমন জয়ের পর সিরিজও নিজেদের করে নিতে চায় টাইগাররা।
সিলেটে আজ অনুশীলনের কথা থাকলেও সেটি করছেন না তামিমরা। ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল আজ পূর্ণ বিশ্রামেই কাটাবে সারাটা দিন। তবে অনুশীলন করবে সফরকারীরা। সিরিজে পিছিয়ে থাকায় নিজেদের প্রস্তুত করবেন আইরিশরা। সেই সাথে সিরিজে ফিরতে মরিয়া অ্যান্ডি বালবির্নিরা।
অভিষেক ম্যাচে চমক দেখানো তাওহীদ হৃদয় দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চান নিজের ছন্দ। প্রথম শতক হাতছাড়া হয়ে গেলেও দলে অবদান রাখতে পেরেই খুশি হৃদয়।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে, আগামীকাল দুপুর ২টায় সিলেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টাইগারদের জন্য এই ম্যাচ সিরিজ জয়ের সুযোগ আর সফরকারীদের জন্য সমতায় ফেরার লড়াই।
রাজিবুল ইসলাম/ফই
