32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

সিরিজ জয় নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ

বিশেষ সংবাদ

- Advertisement -

বৃষ্টির বাগড়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষা বেড়েছে বাংলাদেশের। তবে বৃহস্পতিবার শেষ ম্যাচ জিতে সেটি নিশ্চিত করতে চায় টাইগাররা। মুশফিকের রেকর্ড সেঞ্চুরি এবং টানা দুই ম্যাচে ৩শ ছাড়ানো রান নতুন বাংলাদেশের বার্তা। এমন ধারাবাহিকতা ধরে রাখলে ওয়ানডে বিশ্বকাপেও প্রত্যাশার পারদ বাড়বে।

ইংল্যান্ডের সিরিজের পর যেন ‍নতুন রূপে ক্রিকেট খেলছে বাংলাদেশে। জস বাটলারদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার পর বদলে গেছে সাকিব-তামিমরা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড রান করার পর দ্বিতীয় ওয়ানডেতেও সেই রেকর্ড ছাড়িয়েছে।

দ্বিতীয় ওয়ানডের বড় চমক ছিল মুশফিকের সেঞ্চুরি। ৩৪তম ওভারে ক্রিজে এসে ৬০ বলে তুলে নেন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম শতক। এর আগে দেশের তৃতীয় ব্যাটার হিসেবে সাত হাজার ওয়ানডে রানের কীর্তিও গড়েন মিস্টার ডিপেন্ডেবল।

আইরিশদের বিপক্ষে সেঞ্চুরি মিস করলেও শেষ ম্যাচে আরো ভালো করতে চান ওপেনার লিটন দাস। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যাক্ত হলেও সিরিজ জয় নিয়ে চিন্তিত নন এই ওপেনার।

মুশফিকের রেকর্ড সেঞ্চুরি এবং ৩৪৯ রানের বিশাল রান নতুন বার্তা দিচ্ছে বাংলাদেশকে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে নতুন কিছু অপেক্ষা করছে টাইগারদের জন্য। সিরিজের শেষ ম্যাচ সামনে রেখে আজ অনুশীলনের কথা থাকলেও বিশ্রামে কাটাবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার শেষ লড়াই জিতে ঘরের মাঠে সিরিজ জয় নিশ্চিত করতে চায় তামিমরা।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত