- Advertisement -

মৌসুমের প্রথম সুপার ওভার দেখল আইপিএল। রাতে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিট্যালসের ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে শেষ বলে ম্যাচ জিতে দিল্লি।
জয়ের সুবাস পেয়েও জেতা হলো না হায়দরাবাদের। আগে ব্যাট করে ১৫৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় দিল্লি। জবাবে কেন উইলিয়ামসনের ৬৬ রানের লড়াকু ইনিংসে হায়দরাবাদ থামে ১৫৯ রানেই। ম্যাচের ফলাফল নির্ধারণে হয় সুপার ওভার।
সেখানে আগে ব্যাট করে ৭ রানের বেশি করতে পারেননি হায়দরাবাদের উইলিয়ামসন ও ওয়ার্নার জুটি। জয়ের জন্য ৮ রান তুলতে একদম শেষ বল পর্যন্ত খেলে দিল্লি।
তাহা/ফই
- Advertisement -
