- Advertisement -

কোপা দেল রের আসরে, ফাইনালে উঠলো বার্সেলোনা। টানটান উত্তেজনার ম্যাচে, সেভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
সেমিফাইনালের প্রথম লেগে, সেভিয়া জিতেছিলো ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে, ব্যবধান দাঁড়ায় ৩-২। সমীকরণটা ছিলো কঠিন। কোনো গোল খাওয়া যাবে না, আবার নির্ধারিত সময়ের মধ্যেই, করতে হবে অন্তত দুই গোল। সেটাই করেছে কাতালানরা। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে, আরেক গোল করে, ফাইনালের মঞ্চে ওঠে লিওনেল মেসিরা।
তান/লিশা//
- Advertisement -
