
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের দায়ে পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছেন লন্ডনের আদালত।
শুক্রবার ম্যানচেস্টার ক্রাউন কোর্ট এ রায় দিয়েছেন। খেলা গড়াপেটার দায়ে একইসঙ্গে অভিযুক্ত ছিলেন আরো দুই ক্রিকেটার। তাদের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করেছেন আদালত।
ফিক্সিংয়ের অন্ধকার জগতের সঙ্গে জড়িত ইউসুফ আনোয়ারকে ৪০ মাস এবং মোহাম্মদ ইজাজকে ৩০ মাসের জেল হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালে দুবাইয়ে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমির ম্যাচে সতীর্থ ক্রিকেটারদের ফিক্সিং করতে অনুপ্রাণিত করেন নাসির। এজন্য জুয়াড়ির কাছ থেকে টাকা নেন তিনি।
বিপিএলে ২০১৬ ও পিএসএলে ২০১৭ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি বিপিএলে অন্য ক্রিকেটারদের ফিক্সিংয়ে উদ্বুদ্ধ করতে নাকি ঘুষও দিয়েছিলেন তিনি। ২০১৭ সালে ন্যাশনাল ক্রাইম এজেন্সি তাকে আটক করে।
বিভিন্ন লিগে ফিক্সিংয়ের অপরাধে ২০১৮ সালে তাকে দেশের সব ধরনের ক্রিকেটে ১০ বছরনিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেটার বোর্ড (পিসিবি)। জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৪৮টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি।
ফই/জার/ফই
