24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

হেরেও ফাইনালের নায়ক কিলিয়ান এমবাপ্পে

বিশেষ সংবাদ

- Advertisement -

বিশ্বকাপে উল্কার গতিতে ছুটছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের দুই বিশ্বকাপেই ১২ গোল করে ফেলেছেন তিনি। তার সামনে রয়েছেন আর মাত্র পাঁচ জন। যে গতিতে এমবাপ্পে এগোচ্ছেন তাতে হয়তো পরের বিশ্বকাপেই হয়তো সবাইকে ছাপিয়ে যাবেন তিনি। হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

২০১৮ সালের বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে চারটি গোল করেছিলেন এমবাপ্পে। এবার তিনি করেছেন আটটি গোল। বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় পেলের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন এই ফরাসী স্ট্রাইকার।

তার ঠিক ওপরে রয়েছেন লিওনেল মেসি ও ফ্রান্সেরই জাঁ ফন্তেইন। তাদের গোল সংখ্যা ১৩। জার্মানির গার্ড মুলারের রয়েছে ১৪টি গোল। তিনি রয়েছেন তালিকার তৃতীয় স্থান। ১৫টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো নাজারিও। শীর্ষে জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার গোলের সংখ্যা ১৬টি।

অর্থাৎ, ক্লোসার নজির ভাঙতে হলে পরের বিশ্বকাপে আরও পাঁচটি গোল করতে হবে এমবাপ্পকে। তার বয়স এখন মাত্র ২৩। যদি ইনজুরি কিংবা কোনো অঘটন না ঘটে তবে এখনও অন্তত দুইটি বিশ্বকাপ খেলতে পারবেন এমবাপ্পে।

এবারের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হাতের মুঠোয় থাকা ম্যাচ প্রায় ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন এমবাপ্পে। গতবার বিশ্বকাপের ফাইনালে করছিলেন একটি গোল। দেশ জিতেছিল বিশ্বকাপ। এবারের ফাইনালে হ্যাটট্রিক করলেন তিনি।

১৯৬৬ সালের ইংল্যান্ডের জিওফ হার্স্টের পরে দ্বিতীয়বার কোনো ফুটবলার ফাইনালে এই কীর্তি করলেন। দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেললেন। কিন্তু শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হল এমবাপ্পেকে। খেলার জন্য নায়কের মর্যাদা পেলেও বিশ্বকাপ জেতা হল না।

সদ্য সমাপ্ত  বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডের বুট এমবাপ্পের দখলে। কিন্তু তার পরেও চোখের জলে মাঠ ছাড়লেন তিনি।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত