- Advertisement -

দরজায় কাতার বিশ্বকাপ। এর মধ্যেই শুরু পরের আসরের প্রস্তুতি। ২০২৬ সালের আয়োজক হিসেবে, ১৬টি শহর চূড়ান্ত করেছে ফিফা।
আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তালিকায় নিউইয়র্ক, লস এঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের ১১টি মেট্রো অঞ্চলকে বেছে নেয়া হয়েছে। কানাডার দুটি আয়োজক শহর টরন্টো ও ভ্যঙ্কুভার।
মেক্সিকো থেকে রয়েছে গুয়াদালাহারা, মেক্সিকো সিটি ও মন্টেরি। পরের আসরে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩২ থেকে বেড়ে দাঁড়াবে ৪৮টিতে। আয়োজক হিসেবেও প্রথমবারের মতো তিনটি দেশকে দেখা যাবে।
তাজ/ফই
- Advertisement -
