
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার ঘটনায় হ্যাগলি ওভালে শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল করা হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এনজেডসি এরই মধ্যে টুইট করে বিষয়টি জানিয়েছে। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই নিরাপদে আছেন।
ক্রাইস্টচার্চ টেস্ট শেষেই নিউজিল্যান্ড সফর শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশের। টেস্ট বাতিল হয়ে যাওয়ায় এখন দ্রুতই ফিরে আসবে বাংলাদেশ দল।
হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়। এতে অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
আরও পড়ুন – নিউজিল্যান্ডে মসজিদে গুলি, নিরাপদে বাংলাদেশি ক্রিকেটাররা
অনুশীলন শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়রা আল নূর মসজিদে জুমার নামাজ আদায়ে যান। ওই সময় স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। জানান, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত হয়ে খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফিরে আসেন। ওই হামলার ঘটনায় দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে।
ফিহো/তুখ//ফাআ
