ম্যাচ ৫৩ | ২ জুলাই
ব্রাজিল বনাম মেক্সিকো
সামারা স্টেডিয়াম

১৯৯০ সালের পর থেকে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের আগে বাদ পড়েনি ব্রাজিল। অন্যদিকে শেষ ছয় বিশ্বকাপেই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে মেক্সিকো। বিশ্ব মঞ্চে চার দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি, গোল হজম করেছে। সোমবার বাংলাদশে সময় রাত ৮টায় কোর্য়াটার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল এবারের আসরে শেষ ষোলোতে নিজেদের জায়গা করে নিয়েছে।
প্রথম ম্যাচেই জার্মানিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল মেক্সিকো। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-মেক্সিকো। সেই ম্যাচে মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার একা অন্তত পাঁচটি গোল রুখে দিয়েছিলেন!
উইঙ্গার ডগলাস কস্তাকে মেক্সিকোর বিপক্ষে পাচ্ছেন না সেলেসাওদের কোচ তিতে। আর পরপর দুটি হলুদ কার্ড পাওয়ায় আজকের ম্যাচ থেকে বাদ পড়েছেন মেক্সিকান ডিফেন্ডার হেক্টর মোরানো। মেক্সিকোর রক্ষণভাগে মোরেনোর না থাকাটা তাদের জন্য বড় আঘাতই। অবশ্য এমন একজন খেলোয়াড়ের অনুপস্থিতি ব্রাজিলে স্বস্তি এনে দেবে।
ব্রাজিল স্কোয়াডে ফিরছেন সার্বিয়ার বিপক্ষে না খেলা দানিলো ও মার্সেলো। ডিফেন্ডার হুগো আয়ালাকে নিয়ে চিন্তায় আছেন মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিয়ো।
কাসেমিরো, নেইমার ও কুতিনহো আছেন হলুদ কার্ড নিয়ে শঙ্কায়। অন্যপ্রান্তে হেক্টর হেরেরা, মিগেল লায়ুন ও হেসুস গায়ার্দোর কার্ড নিয়েও শঙ্কায় রয়েছে মেক্সিকো।
হিরভিং লোজানোর দিকে কড়া নজর রাখতে হবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের। গ্রুপপর্বে প্রতিপক্ষকে পাঁচ গোল দিয়েছে ব্রাজিল। হজম করেছে একটি। সমান ম্যাচে মেক্সিকো গোল করেছে তিনটি। হজম করেছে চারটি।
আমাদের অনুমানে ব্রাজিল এই ম্যাচে ২-১ গোলে জয় পাবে।
রিডে//জাআ
