
প্রস্তুত ২১ তম ফুটবল বিশ্বকাপের মঞ্চ। রাশিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ ২০১৮’। ফুটবল বিশ্বকাপের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করবে দেশের প্রথম ফিচারভিত্তিক বেসকারি টিভি চ্যানেল নাগরিক। এছাড়া ফুটবল বিশ্বকাপ চলকালে থাকছে নাগরিক টিভির বিশেষ আয়োজন UCB নিবেদিত ‘ফুটবল পা-Goal’ powered by UPay। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।
এ আসরের প্রতিটি খেলা সরাসরি সম্প্রচার করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ডা.আব্দুন নূর তুষার।
‘ফিফা বিশ্বকাপ ২০১৮’ জমকালো উদ্বোধনী আয়োজন থেকে শুরু করে ফাইনাল খেলাসহ ৩২ দলের প্রতিটি ম্যাচ দেখতে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়। সেই সাথে প্রতিটি ম্যাচের বিচার বিশ্লেষনসহ সংবাদ ও নানা অনুষ্ঠান দেখা যাবে নাগরিক টিভির পর্দায়।
Watch FIFA World Cup On Nagorik TV. #WorldCup #FifaWorldCup2018 #NagorikTV #Bangladesh #broadcasting
Website: https://t.co/aqabbPPLS9 pic.twitter.com/CqOFKLZVbf
— Nagorik TV (@nagorikonline) June 13, 2018
বাংলাদেশ সময়ে প্রতিটি খেলা শুরু হবে বিকেল ৪টায়, সন্ধ্যা ৬ রাত, ৯টায় এবং ১২ টায়।
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নাগরিকের আয়োজন
জাআ//মাও
