
নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ, জয়রথ থামানোর হুঙ্কার দিয়েছিলো। তবে, রিয়াল মাদ্রিদই জিতলো লা লিগার ডার্বি। ফিরলো টেবিলের শীর্ষে। এদিকে, লিগ ওয়ানে জয় পেয়ে, শীর্ষস্থান আরও পোক্ত করেছে পিএসজি।
লা লিগায় মাদ্রিদ ডার্বি, মানে দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াই। হাই ভোল্টেজ ম্যাচের একদিকে জয়রথে থাকা রিয়াল। অন্যদিকে, হুঙ্কার ছুড়ে চ্যালেঞ্জ জানানো অ্যাটলেটিকো মাদ্রিদ।
আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে অ্যাটলেটিকো। দেখা গেলো, একের পর এক আক্রমণ। কিন্তু, সবই পড়লো মুখ থুবড়ে। উল্টো প্রথমার্ধেই খেয়ে বসলো দুই গোল।
শেষদিকে এরমোসোর গোলে ব্যবধান কমিয়ে, নাটক জমালো অ্যাটলেটিকো। কিন্তু, শেষ পর্যন্ত ধোপে টেকেনি। রদ্রিগো আর ভালভেরদের দারুণ দুই ফিনিশিংয়ের পর, বাকি সময়টা রক্ষণভাগ জমাট করে রাখলো রিয়াল। জিতলো ২-১ গোলে। গত মে মাসে হারের মধুর প্রতিশোধ নিলো তারা।
লিগে টানা ৬ ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচের সবকটিতে জয়। লা লিগায় বার্সেলোনাকে সরিয়ে, শীর্ষে ফিরলো রিয়াল।
ফ্রান্সের লিগ ওয়ানেও ছিলো বিগ ম্যাচ। অলিম্পিক লিওঁর মুখোমুখি পিএসজি। লড়াইটা হলো দারুণ। তবে, দুই দলই নষ্ট করেছে একের পর এক সুযোগ।
লিওনেল মেসি আর নেইমারের জুটিটা, পিএসজিতে এখন বেশ জমেছে। গতরাতেও দেখা গেলো দুর্দান্ত বোঝাপড়া। শুরুতেই জালের ঠিকানা খুঁজে নিলেন মেসি। সব মিলিয়ে প্রাণবন্ত লড়াই হলেও, ওই এক গোলেই শেষ হলো ম্যাচ। ৮ ম্যাচে সাতটি জয় ও একটি ড্র। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও শক্ত করলো পিএসজি।
