
পর্তুগাল-স্পেন ম্যাচ যদি হয় রবীন্দ্রনাথের কাব্য তবে পেরু-ডেনমার্ক ম্যাচ নিঃসন্দেহে নজরুলের বিদ্রোহী কবিতা!
জমজমাট ম্যাচে শুধু গোল হয়েছে মাত্র একটা। অপরূপ ফুটবল শৈলি দেখিয়েছি দুই দলই। ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত উত্তেজনা ও ঝাঝে ছিলো পরিপূর্ণ।
স্টেডিয়ামে খেলা দেখে পয়সা উসুল দুই দলের সমর্থকদের। আসলে দুই দলের শক্তিমত্তার ব্যবধান ছিলো প্রায় সমান। পেরুর আক্রমণের পরেই পাল্টা আক্রমণে উঠেছে ডেনমার্ক। এমন দৃশ্য দেখা গেছে ৯০ মিনিট অবধি।
দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই এগিয়ে যায় ডেনিস দল। নিজেদের ডি বক্সের বাইরে বল নিয়ে লম্বা দৌড় দেন এরিকসেন, অসাধারণ পাসে বল বাড়ান ইউসুফ পাউলসেনের দিকে। যা হবার তাই লিড নেয় ডেনমার্ক, ঐ একটি গোলই এপিটাফ হয়ে গেঁথেছে।
দুই দলই ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়েই বিশ্বকাপে খেলতে এসেছিলো। আর এই প্রথম যেকোন পর্যায়েই মুখোমুখি হয়েছিলো ডেনমার্ক-পেরু। প্রথম সাক্ষাৎ-এ জয়ী দলের নাম লাল জার্সির দেবদূতরা। আর একই সাথে ১৬ ম্যাচ অজেয় থাকলো ডেনমার্ক।
পেরু কয়টি সুযোগ পেয়েছে তা প্রযুক্তিও ভুল করতে পারে! সুযোগের সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়েছে ডেনমার্কও। কখনো গোলকিপারদের দৃঢ়তা আবার কখনো বা ফরোয়ার্ড হাস্যকর ভুলে ডুবেছে পেরু।
আরও পড়ুন : নিখোঁজ মেসি, ডুবলো আর্জেন্টিনা
তবুও শ্বাসরুদ্ধ এক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত ছিলো নাটকীয়তায় মোড়া।
রাহিদ রনি/জাআ
