স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি চাইলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হবে। ১২ জুন ২০১৮ মঙ্গলবার খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কানদারসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী কাছে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করানোর আবেদন নিয়ে এলে, তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সিএমএইচকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। […]
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক খালেদা জিয়ার শারিরীক অবস্থা নিয়ে ব্রিফিং করেন। ডা. এ কে মাহবুবুল হক বলেন, খালেদা জিয়ার পায়ে ব্যথা, যেটি জয়েন্টে ব্যথা। এছাড়া উনি দুর্বল […]
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার বেলা ১২টা ৩৭ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছানোর পর, হুইল চেয়ারে করে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সকাল থেকেই বঙ্গবন্ধু মেডিকেলের কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন গোছানোর কাজ শুরু হয়। কেবিন ব্লকের সামনে নিরাপত্তাও […]