আকাশের দিকে মুষ্টিবদ্ধ হাত। জটলার মধ্যে হাততালি আর ড্রামের আওয়াজ ছাপিয়ে শ্লোগান শোনা যাচ্ছে ‘স্বতন্ত্রয়ম, জনথিপত্যম, সোশ্যালিজম জিন্দাবাদ’। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র জিন্দাবাদ নয়। বাঙালি কন্যা স্লোগান দিচ্ছেন খাঁটি মালয়ালমে। তাঁকে ঘিরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘লাল দুর্গ’ এক হয়েছে। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হলো জওহরলার নেহেরু বিশ্ববিদ্যালয় সংক্ষেপে জেএনইউ, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজিপির […]