নাম তার ডাইনোসর পিঁপড়ে। এমন নামের কারণ সেই ডাইনোসরদের যুগ থেকে টিকে আছে পিঁপড়ের এই প্রজাতি। জীবন্ত ফসিল এটি। এই প্রজাতির পিঁপড়েটি প্রথম আবিষ্কার হয় ১৯৭৭ সালে। পতঙ্গবিদদের মতে, বোলতা থেকেই সব পিঁপড়ের প্রজাতি উদ্ভব হয়েছিলো প্রায় ১০ কোটি বছর আগে। ডাইনোসর পিঁপড়ে সেই প্রথম যুগে উদ্ভব হওয়া প্রজাতি। তাই বিশ্বের পিঁপড়ের প্রজাতিগুলোর মধ্যে অনেকটাই […]