একের পর এক আক্রমণও বাঁচাতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। সেরা ছন্দে থাকা বেলজিয়ামের গতিময় পাল্টা আক্রমণে বিদায় ঘন্টা বেজেছে সেলেসাওদের। নেইমারদের রুখে দিয়েছে দেশটির ‘সোনালী প্রজন্ম’। অপয়া কাজান এরিনাতেই বিদায়ী সুর উঠলো জার্মানি, আর্জেন্টিনার পর ব্রাজিলের। হ্যাজার্ডের দলের কাছে ২-১ গোলে হেরেছে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। প্রথমটা আত্মঘাতী গোল, ঘাতক ফার্নান্দিনহো! এরপর বেলজিয়ামের […]
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটিতে আজ কাজান এরিনায় ব্রাজিলের মুখোমুখি হবে বেলজিয়াম। স্রেফ এই বিশ্বকাপের ফর্মকে মাপকাঠি করে চিন্তা করলে ম্যাচটিকে টুর্নামেন্টের সেরা দুইটি দলের লড়াই বলতেই হয়। আর সেই হিসেবে এই ম্যাচটিরও পাওয়া উচিত অঘোষিত ফাইনালের মর্যাদা। যদিও অঘটনের ঘনঘটায় পূর্ণ এই বিশ্বকাপ প্রসঙ্গে কোনো ভবিষ্যদ্বাণী করাই নিরাপদ নয়, তবে সাধারণ […]