দক্ষিণ কোরিয়ার কিছু করার ছিল না। হয়তো চাপেই মুষড়ে পড়েছিলো ১০ বার বিশ্বকাপ খেলা কোরিয়া। মেক্সিকোর গতির কাছে হেরে গেছে ২০০২ বিশ্বকাপে চতুর্থ হওয়া এশিয়ান ওয়ারিওয়র্স। সান্ত্বনার এক গোল পেয়েছে কোরিয়া, ম্যাচের শেষদিকে দর্শনীয় এক গোল করেন টটেনহ্যাম হটস্পার উইংগার সন হিউংমিন। ২-১ গোলে জিতে নক-আউট স্টেজে পৌঁছে গেলো মেক্সিকো। রোস্তব অ্যারেনা প্রথম দিকে […]