তিনি যে থাকছেন না রিয়াল মাদ্রিদ ডাগ আউটে নিশ্চিত বোঝা গেলেও, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলো ফুটবল অনুরাগীরা। অবশেষে রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে, কোচ হুয়েন লোপেতেগির সাথে তাদের সম্পর্কচ্ছেদের কথা। নূ-ক্যাম্পে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত হওয়ার পরই স্পেনের বিভিন্ন গণমাধ্যমে রব ওঠে বরখাস্ত হতে যাচ্ছেন হুলেন লোপেতেগি। শেষ পর্যন্ত সেটাই হয়েছে, সাবেক স্প্যানিশ ফুটবলারকে কোচের পদ […]