সাফ সুজুকি ফুটবল চ্যাম্পিয়নশিপে অনেক নতুনের সাক্ষী হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশ ম্যাচের মতো নেপাল ম্যাচেও থাকছে দর্শকের মাতামাতি। বৃহস্পতিবার ভুটানের বিপক্ষে নেপালের ম্যাচে গ্যালারি মাতিয়ে রাখতে ছিলো হাজার খানেক নেপালি ফুটবল সমর্থক। নেপালের জয়ে ভীষণ উচ্ছসিত ভক্ত-সমর্থকরা। উদ্বেলিত নেপাল সমর্থকরা এদিন ছিলো মুক্ত বিহঙ্গের মতো। ম্যাচ শেষে সমর্থকদের হাসিমুখের অভিব্যক্তিতে স্পষ্ট হয়ে […]