একের পর এক পুরস্কার জিতে চলেছে তৌকির আহমেদ পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘হালদা। ছবিটি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও দর্শক নন্দিত হয়েছে। চলতি বছরের সার্ক চলচ্চিত্র উৎসবে চারটি বিভাগে পুরস্কার জিতেছিল হালদা। সবশেষ কসোভোর ‘গডেস অন দ্যা থর্ন’ ফিল্ম ফেস্টিভালে সেরা সিনেমাটোগ্রাফি বিভাগেও পুরস্কার জিতেছিল দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী নিয়ে নির্মিত এই চলচ্চিত্র। […]
তৌকির আহমেদ পরিচালিত ও প্রযোজিত চলচ্চিত্র ‘হালদা’ আবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছে। আগামী আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তিন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিবে এই ছবিটি। ছবটির নির্মাতা তৌকির আহমেদ সংবাদমাধ্যমে জানান, আগামী অগাস্ট থেকে আরও তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে ‘হালদা’। এখন পর্যন্ত ৫ টি আন্তর্জাতিক […]