তুমুল আলোচিত টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনসের শেষ সিজন নিয়ে হতাশ হয়েছে অনেকেই। তবু, এবারের এমি অ্যায়ার্ডসেও বাজিমাত করেছে সিরিজটি। জিতে নিয়েছে সেরা ড্রামাসহ মোট ১২টি বিভাগের পুরস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, স্থানীয় সময় রোববার রাতে বসে ৭১তম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশন অনুষ্ঠানের জন্য সম্মাননা দেয়ার সর্বোচ্চ এই আয়োজনে, ১২২টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। দুর্দান্ত সব […]