রাশিয়ার সেইন্ট পিটার্সবুর্গের ক্রেস্তভস্কি স্টেডিয়ামে আজ (বাংলাদেশ সময় রাত ১২টা, ২৭শে জুন) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে জিতলেই যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার, ব্যাপারটা এমনও নয়। গ্রুপের অন্য ম্যাচে যদি কোনোভাবে ক্রোয়েশিয়াকে আইসল্যান্ড পরাস্ত করতে সক্ষম হয় তবে হিসেবটা গোল ব্যবধানে এসে দাঁড়াবে। সেক্ষেত্রে আইসল্যান্ডের থেকে গোল ব্যবধানে […]