29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

আইফোন ১৫ সিরিজে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট

বিশেষ সংবাদ

- Advertisement -

সেপ্টেম্বরের ১২ তারিখেই ঘোষণা হবে, আইফোন ১৫ সিরিজ। লাইটেনিং পোর্টের বদলে থাকছে ইউএসবি সি পোর্ট; ক্যামেরায় যুক্ত হবে অপটিক্যাল জুমসহ পেরিস্কোপ লেন্স

অ্যাপল প্রেমিদের অপেক্ষার পালা বুঝি ফুরোতে চললো। আসছে সেপ্টেম্বরেই উন্মুক্ত হতে যাচ্ছে আইফোন ১৫ সিরিজ। প্রযুক্তি বিশেষজ্ঞ থেকে অ্যাপল প্রেমী সবাই এখন উন্মুখ হয়ে আছনে, নতুন ফোন কেমন হবে সেটি জানার অপেক্ষায়।

গুঞ্জন চলছে, এবারের আইফোন সিরিজের প্রো মডেলে থাকছে না সোনালী ও গাঢ় রঙ। এমনকি, নতুন আইফোনে আর দেখা যাবে না স্টেইনলেস স্টিলের চেসিসও।  তার পরিবর্তে ব্যবহার করা হবে, টাইটেনয়িামের চেসিস। যা আরও মজবুত ও শক্তিশালী করবে নতুন এই লাইনআপকে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট, ‘নাইন টু ফাইভ ম্যাক’ নানান তথ্য তুলে ধরেছে বহুল আলোচিত আইফোন ১৫ সিরিজ নিয়ে। তারা বলছে, নতুন মডেল দুটিতে স্পেস ব্ল্যাক (কালো) ও সিলভার (রুপালি) রঙের পাশাপাশি ডার্ক ব্লু (গাড় নীল) ও টাইটান গ্রে (ধূসর) রঙ ব্যবহার করা হতে পারে।

এক প্রতবিদেনে, তারা আইফোন ১৫ সিরিজে কোন চিপসেট ব্যবহার করা হবে,সেই তথ্যও তুলে ধরেছে। তারা বলছে, আইফোন ১৫ প্রো মডেলে ব্যবহার করা হতে পারে শক্তিশালী ৩ এনএম এ১৭ বায়োনিক চিপ। সম্পূর্ণ নতুন এই চিপসেট ব্যবহারের ফলে ফোনটির কর্মক্ষমতা ও ব্যাটারির দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়া, ক্যামেরা মডিউলেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। এবারই প্রথম আইফোন ১৫ প্রো ম্যাক্সে নতুন অপটিক্যাল জুমসহ পেরিস্কোপ ক্যামেরা থাকবে।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত