
মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট নিয়ে চলছে আলোচনা। মাইক্রোসফট নিজেদের বিং সার্চ ইঞ্জিন ও এজ ব্রাউজারে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করেছেন। এআই প্রযুক্তিতে কারা থাকবে শীর্ষ, তা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা এবং গুগলের থেকে শুরু করে চীনের বাইডুও নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিভিত্তিক চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে।
চ্যাটবট প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে নারাজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তাই ফেসবুকে দেওয়া এক পোস্টে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন টুল তৈরির জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিদের নিয়ে দল গঠন করার কাজ শুরু করে দিয়েছেন।

তিনি আরো বলেন, মানুষকে বিভিন্ন কাজে সহায়তার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির করছে মেটা। এই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত টুলটি প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার চ্যাট এবং ইনস্টাগ্রামে ইমেজে ব্যবহার করা হবে। চ্যাটবট চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরির জন্য শিগগিরই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) নামের একটি সফটওয়্যার প্রকাশ করবে মেটা। সফটওয়্যারটি মূলত এআই সিস্টেমের মূল সফটওয়্যার হিসেবে কাজ করবে। তা ছাড়া সফটওয়্যারটি গবেষকসহ অন্যরা ব্যবহার করতে পারবেন কিন্তু তার জন্য নিতে হবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম বা লামা) সফটওয়্যারটির লাইসেন্স।
