Home প্রযুক্তি ফেসবুক রিলে দেয়া যাবে দেড় মিনিটের ভিডিও

ফেসবুক রিলে দেয়া যাবে দেড় মিনিটের ভিডিও

টিকটকের সাথে পাল্লা দিতে রিল ফিচার চালু করে ফেসবুক ও ইনস্টাগ্রাম। এর জনপ্রিয়তা বাড়াতে নিয়মিতই বিভিন্ন ফিচারে যুক্ত করে যাচ্ছে মেটা।

এতোদিন টিকটকের মতোই ফেসবুকের ৬০ সেকেন্ডের ভিডিও বা রিল দেওয়া যেত। তবে এবার রিলের দৈর্ঘ বাড়িয়ে ৯০ সেকেন্ড বা দেড় মিনিট করেছে ফেইসবুক।

ছবি: ফেসবুক

একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট প্রতিবেদন বলছে, রিলসের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ফেসবুক-ইনস্টাগ্রামে রিলের ভিউ গেল এক বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। আসছে দিনগুলিতেও এই ফিচারটির সুযোগ-সুবিধা বাড়ানোর কথাও জানিয়েছে মেটা। টিকটকের ভিডিও এবং ইনস্টাগ্রাম রিলের সঙ্গে একটি গানের ক্লিপ যুক্ত করা যায়। একই রকম ফিচার ফেসবুক রিলস এ সংযুক্ত করা হয়েছে যার নাম ‘গ্রুভস’। মেটা জানায়, ফেসবুক রিলস ‘গ্রুভস’ ফিচার ‘ভিজ্যুয়াল বিট প্রযুক্তি’ ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি গানের বিটের সাথে ভিডিওর গতিকে সমন্বয় করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here