Home প্রযুক্তি ‘বন্দি পাখিটি মুক্ত হলো’, টুইটারের মালিক হয়ে মাস্কের টুইট

‘বন্দি পাখিটি মুক্ত হলো’, টুইটারের মালিক হয়ে মাস্কের টুইট

‘বন্দি পাখিটি মুক্ত হলো’, টুইটারের মালিক হয়ে মাস্কের টুইট

বন্দি পাখিটি মুক্ত হলো। টুইটারের মালিক হয়েই, টুইট করলেন ইলন মাস্ক। ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনেছেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যম। মালিক হয়েই সিইওসহ শীর্ষ নির্বাহীদের বরখাস্ত করেছেন তিনি।

নাটক হয়েছে অনেক। অবশেষে, সত্যিই ৪ হাজার ৪০০ কোটি ডলার খরচ করে, সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার কিনে নিলেন, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

মালিক হয়েই দেখাতে শুরু করেছেন দাপট। বরখাস্ত করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরাওয়ালসহ বেশকজন শীর্ষ নির্বাহীকে। যাকে বলা যায়, টুইটারের নতুন মালিকের উড়ন্ত সূচনা।

কিনবেন কি কিনবেন না, তা নিয়ে বারবার মন বদল করেন তিনি। বিষয়টি গড়াতে শুরু করে আদালতে। শুক্রবারই ছিলো চুক্তি করার শেষ সময়। নইলে পড়তে হতো আইনি জটিলতায়। অবশেষে কেনাকাটার সব আনুষ্ঠানিকতা সেরে মাস্কের টুইট- দ্য বার্ড ইজ ফ্রিড। অর্থাৎ, মুক্ত হলো বন্দি পাখিটি।

টুইটারে ইলন মাস্ক নিজের পরিচয় দিচ্ছেন- চিফ টুইট নামে। বলে দিয়েছেন, তার টুইটার কেনার উদ্দেশ্য টাকা বানানো নয়।

অনেকে বলছেন, টুইটার কিনতে অনেকটা বাধ্যই হয়েছে মাস্ক। কারণ, না কিনলে পড়তে হতো আইনি জটিলতায়। দামটাও দিতে হয়েছে অনেক বেশি। সব মিলিয়ে, বেশ একটা গোলমেলে ব্যাপার সামলাতে হয়েছে, মার্কিন ধনকুবেরকে।

টুইটারের সামনে নতুন ভবিষ্যৎ। মাস্ক নিজে হয়ত এখন প্রধান নির্বাহীর পদে বসছেন না। তবে কোম্পানি যে এখন পুরোপুরি চিফ টুইটের নিয়ন্ত্রণে, তা নিশ্চিত।

ফই//

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here