Home প্রযুক্তি ভিডিও তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটজিপিটি

ভিডিও তৈরি করবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটজিপিটি

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেন এআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট চ্যাটজিপিটি যেকোনো বার্তার উত্তর দিতে পারে। তবে এবার মাইক্রোসফট জানিয়েছে,  এআই টুলটি এবার লেখা দেখে তৈরি করে দেবে নতুন ভিডিও। এ সুবিধা চালু করতে চ্যাটজিপিটির নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে।

মাইক্রোসফট প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) আন্দ্রেয়াস ভন আরোও জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার উন্মুক্ত করা হবে চ্যাটজিপিটি-৪ নামের নতুন সংস্করণ। এটি বার্তা লেখার পাশাপাশি অডিও এবং ভিডিও তৈরি করতে পারবে।

ব্যবহারকারীরা চ্যাটজিপিটি-৪ সংস্করণের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবে অনেক সহজে। শব্দ বা বাক্য লিখলেই, লেখার বিষয়বস্তু থেকে নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা থেকেই তৈরি করে দেবে ভিডিও। এতে বিশেষকরে ভিডিও নির্মাতারা বাড়তি সুবিধা পাবেন।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা গত বছরের অক্টোবর মাসে নিজেদের তৈরি একই ধরণের একটি প্রযুক্তি প্রদর্শন করেছিলো। এটি কাজে লাগিয়ে ৫ সেকেন্ডের শব্দহীন ভিডিও ক্লিপ বানাতে পেরেছিলো প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here