অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গনতন্ত্র বাধাগ্রস্থ হবে। যা সরকারকে লক্ষ্যচ্যুত করতে পারে। মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সনাতন ধর্মাবল্মীদের শুভেচ্ছা বিনিময় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজধানীর একটি ক্লাবে সনাতনী ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সারাদেশ থেকে আসা শত শত মানুষ এতে অংশ নেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে এতে যোগ দেন।
অনুষ্ঠানে দলটির নেতারা বলেন,বাংলাদেশ সাম্প্রতিক প্রীতির দল। সবাই সবার অধিকার নিয়ে থাকবে।
দলের মহাসচিব বলেন,নতুন করে ষড়যন্ত্র কথা বলে তা থেকে সবাইকে সাবধান থাকার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি অন্তরবতী সরকারকে পুর্ণ সমর্থন করে। তবে সংবিধানের আলোকে সব কিছু বিবেচনা করা উচিত হবে।
এ সরকার ব্যর্থ হলে গনতন্ত্র বাধাগ্রস্থ হবে বলেও জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
মাফিয়াচক্রের দোসররা এখনও গুরুত্বপুর্ণ জায়গায় বসে আছে তাদেরকে রেখে সরকারের কর্মযজ্ঞ চালিয়ে যাওয়া কঠিন হবে বলেও জানান তারেক রহমান।