21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

অপূর্বর রহস্যময় লুক

টালিউডে ‘চালচিত্র’ নামে একটি সিনেমা করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মুক্তির অপেক্ষায় থাকা সেই সিনেমার ফার্স্ট লুক পোস্টার রবিবার প্রকাশ্যে এসেছে। সেখানে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন অপূর্ব। দেশের রা এ রকম লুকে তাকে আর কখনও দেখেনি। পোস্টার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

খোঁচা দাড়ি, ধূসর বর্ণের চোখ, ডান চোখের ওপর থ্যাঁতলানো, মুখে দাঁত ক্যালানো রহস্যময় হাসি। এমনই এক দুর্ধর্ষ লুকে ধরা সিনেমায় ধরা দিলেন অপূর্ব। কলকাতায় প্রথম মুভিতেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করায় দেশের দর্শকরাও ছবিটি নিয়ে অনেক আশাবাদী।

রবিবার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের পেজ থেকে পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’ পোস্টারটি অপূর্ব নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

কলকাতায় নিজের প্রথম ছবি ‘চালচিত্র’ নিয়ে কিছুদিন আগে অপূর্ব বলেছিলেন, ‘চিত্রনাট্য ও গল্পে মুগ্ধ হয়ে ছবিটি করতে রাজি হই। ভিন্ন ধাঁচের এই গল্প এতই চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

‘চালচিত্র’ ছবিটি পরিচালনা করেছেন কলকাতার প্রীতম ডি গুপ্ত। এতে টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণসহ অনেকে অভিনয় করেছেন। আসন্ন বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন