দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন টেলিভিশনের একসময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী রওশন আরা হোসেন। বর্তমানে তিনি কানাডায় ছেলের কাছে আছেন।
গণমাধ্যমে তার অসুস্থতার বিষয়টি জানিয়েছেন অভিনেত্রীর ছেলে তাশফিন হোসেন।
তিনি বলেন, ‘আম্মার শরীরটা মোটেও ভালো নয়। খুবই খারাপ। আম্মা দুই বছরের বেশি সময় ধরে পারকিনসনস রোগে ভুগছেন। ভালো করে কথাও বলতে পারেন না। চলতে তো পারেনই না।’
রওশন আরার পাশাপাশি, অভিনেত্রীর স্বামী জামালউদ্দিন হোসেনও গুরুতর অসুস্থ। তাকে কানাডার ক্যালগ্যারির রকি ভিউ হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে।