ডোনাল্ড লু কেন বাংলাদেশে আসছেন তা জানে না আওয়ামী লীগ। জানিয়েছেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। কাদের বলেন, লু ঢাকায় এসে, বিএনপিকে চাঙ্গা করার মতো পরিস্থিতি দেশে নেই। এসময় তিনি বলেন, বিএনপির মুল নেতা পালিয়ে আছে। আন্দোলনের নামে সন্ত্রাস করলে দলটিকেও পালাতে হবে। বিএনপির নিশ্চিহ্ন হওয়ার মুল কারণ, দলটির নেতিবাবক রাজনীতি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।