16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আশ্বাসেও টিকলো না শেয়ারবাজার: বেক্সিমকো-ওরিয়নে সুখবর

অন্তবর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস দেশের শেয়ারবাজার নিয়ে নানা আশ্বাস দিলেও তার কোন ইতিবাচক প্রভাব পড়েনি। আজ ২৭ আগষ্ট সারাদিন উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চললেও হতাশা দিয়েই দিন শেষ হয়েছে। তবে দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে থাকা বেক্সিমকো-ওরিয়ন গ্রুপের শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়ায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সরকার পতনের পর শেয়ারবাজারের বেহাল অবস্থায় বিনিয়োগকারীদের নাভিশ্বাস উঠে যাচ্ছিল। দেশের বিভিন্ন সেক্টর নিয়ে সক্রিয় থাকলেও শেয়ারবাজার নিয়ে কেন প্রধান উপদেষ্টা কোন কথা বলছেন না-সে বিষয়ে নানা অভিযোগও ছিল। কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে প্রধান উপদেষ্টা শেয়ারবাজারে সুশাসন ফিরিয়ে আনবেন বলে জানিয়েছেন। তার আশ্বাসে আজকের বাজার ইতিবাচক থাকবে এমনটা আশা থাকলেও দিনশেষে হতাশ হয়েছেন বিনিয়োগকারীরা।

তবে বেক্সিমকো এবং ওরিয়ন গ্রুপের শেয়ার দর টানা পতন থেকে বের হওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছেন বিনিয়োগকারীরা।

আজ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর ৫.৪৭ শতাংশ বা ৪.১০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭৯ টাকায় লেনদেন হয়েছে। অন্যদিকে ওরিয়ন ফার্মার শেয়ার দর ১.৪৮ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৮.১০ টাকায় লেনদেন হয়।

এদিকে নেতিবাচক প্রভাবে দিনশেষ করেছে সামগ্রিক পুঁজিবাজার। আজ ২৭ আগষ্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৪.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৫.৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭.৪৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, কমেছে ২৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।
অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৩.১৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৩৪২টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ৫৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৫০ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ আগষ্ট ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৭০০.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২২১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৬ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ৮৮.১৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৪ টির, কমে ২৪০টির এবং অপরিবর্তিত রয় ৩৪ টির।
অর্থাৎ পুঁজিবাজারে গেল কার্যদিবসে ৩১.১৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। এছাড়া সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৯৬৫টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৫৮ কোটি ৩ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯২ কোটি ২০ লাখ ৭৫ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ০.৬৫ শতাংশ বা ১০৬.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬২৬৮.৮১ পয়েন্টে। দিনশেষে লেনদেন হওয়া ২১৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বৃদ্ধি পায় ৫৩টির, কমে ১৫১টির এবং অপরিবর্তিত রয় ১৫টির শেয়ার দর। সারাদিনে স্টক এক্সচেঞ্জটিতে ২২২ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৮১৮ টাকা লেনদেন হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন