21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ইরানের প্রেসিডেন্টের মৃত্যু: অন্তবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মোখবার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনায়, ৫ দিনের শোক ঘোষণা হয়েছে ইরানে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোখবার। সিরিয়া ও লেবাননও ৩ দিনের শোক পালন করবে। এদিকে, রাইসির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্বনেতারা।

গতকাল ইরানের পূর্ব আজারবাইজান রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি প্রকল্প উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফেরার পথে বিধ্বস্ত হয় তাকে বহনকারী হেলিকপ্টার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও বৃষ্টির কবলে পড়েছিল হেলিকপ্টারটি। ঘটনাস্থল খুঁজে পেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে উদ্ধারকারীদের।

বৈরী আবহাওয়ার মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর পর দেখা যায়, হেলিকপ্টারটি ব্যাপকভাবে আগুনে পুড়ে গেছে। সেখানে প্রাণের কোনো অস্তিত্ব মেলেনি। পরে রাষ্ট্রীয় বার্তায় জানানো হয়, বেঁচে নেই প্রেসিডেন্ট রাইসি। উড়োযানটিতে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানসহ ৮ জন। নিহত হয়েছেন সবাই।

প্রেসিডেন্ট রাইসির দাফন হবে আগামীকাল, তাবরিজে অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিকতা। অন্যদেরও দাফনও হবে সেখানে। এদিকে, রাইসির মৃত্যুতে শোক জানাচ্ছেন বিশ্বনেতারা। শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও। এছাড়া, হামাস ও হেজবুল্লাহও গভীর শোকবার্তা দিয়েছে।

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ৫ দিনের শোক পালন করবে ইরান। তিন দিনের শোক ঘোষণা করেছে সিরিয়া ও লেবানন। পাকিস্তানও একদিন শোক পালন করবে।

এদিকে, ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোখবার। তার নিয়োগ নিশ্চিত করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রাইসির উত্তরসূরি বেছে নিতে, পরবর্তী নির্বাচনের জন্য ৫০ দিন সময় পাচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন