ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে।
গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হন। তাই আগাম নির্বাচন হচ্ছে।
নির্বাচনে ছয়জন প্রার্থী ছিলেন। দুজন প্রার্থিতা প্রত্যাহার করেন।
অর্থনৈতিক সংকট এবং ইরানজুড়ে চলা বিক্ষোভকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে হতাশা রয়েছে। ২০২১ সালের নির্বাচনে ৪৮ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল। যা ইরানের কোনো প্রেসিডেন্ট নির্বাচনে সর্বনিম্ন।
শনিবার নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে।