বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধান ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। ইব্রাহিম হিজবুল্লাহর রকেট এবং ক্ষেপণাস্ত্র বাহিনীর দায়িত্বে থাকা কামান্ডার ছিলেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইসরাইলের।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বৈরুতের দক্ষিণ শহরতলির ঘোবেইরি এলাকায় বিমান হামলায় তিনি নিহত হন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, কুবাইসি কয়েক দশক ধরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সক্ষমতার কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন।
আইডিএফ দাবি করেছে, কুবাইসি ছাড়াও হামলায় কমপক্ষে আরও দুই উচ্চ পদস্থ হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। এই নেতারা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র অভিযানে জড়িত ছিল, যা ইসরাইলের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
এদিকে হিজবুল্লাহ কুবাইসির মৃত্যু স্বীকার করে তাকে শহীদ হিসেবে বর্ণনা করে একটি বিবৃতি প্রকাশ করেছে।
আশির দশকে হিজবুল্লায় যোগ দেন কুবাইসি। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ক্ষেপণাস্ত্র এবং রকেট ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর সামরিক কৌশলের সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন তিনি। দলের মধ্যে সিনিয়র সামরিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার।
কুবাইসি হিজবুল্লাহর ২০০০ মাউন্ট ডভ অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেটিতে তিন জন ইসরায়েলি সৈন্যকে অপহরণ করা হয়েছিল। সৈন্যদের পরে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তাদের মরদেহ ২০০৪ সালের বন্দি বিনিময়ে ফিরিয়ে দেওয়া হয়। সেই হাই-প্রোফাইল হামলায় তার সম্পৃক্ততা হিজবুল্লাহর সামরিক শাখার মধ্যে মর্যাদাকে আরও শক্তিশালী করে।