গাজা ভূখণ্ডের রাফাহ শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে, ইসরায়েলকে কিছু অস্ত্র দেয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগেও রাফায় ব্যবহার করা হয়েছে, এমন অস্ত্রগুলোর সরবরাহ বন্ধ করা হবে। তবে, ইসরায়েলকে নিরাপদ রাখতে, আগের মতোই অঙ্গীকারাবদ্ধ যুক্তরাষ্ট্র। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, গত পরশু থেকে শহরটিতে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অনেকের নিহত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।