21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

উত্তর গাজায় দুই শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ১০০

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় দুই শহর বেইত লাহিয়া এবং জাবালিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলা চালিয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বর্বর হামলায় নিহত হয়েছেন অন্তত ১০০ জন।

গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৩১

উপত্যকাটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসালের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, নিহতদের মধ্যে ৭৫ জন বেইত লাহিয়া শহরের এবং বাকি ২৫ জন জাবালিয়া ও সংলগ্ন বিভিন্ন এলাকার।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর থেকে উপত্যকাটির উত্তরে অভিযান করছে আইডিএফ। তারপর থেকে এ পর্যন্ত এ অঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলের স্থলবাহিনী ও বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৭০০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১০ হাজার।

এনএ/

উত্তর গাজায় দুই শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ১০০
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৪২
দেখুন: যৌথবাহিনীর অভিযানে গ্রামবাসীর হামলা 
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন