কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে দেশজুড়ে বিরাজ করছে অস্থিরতা। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে যে কয়েকজন তারকা একাত্মতা প্রকাশ করেছেন, তাদের একজন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এবার ছবি এঁকে চলমান পরিস্থিতির প্রতিবাদ জানিয়েছে মিথিলাকন্যা আয়রা।
আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মেয়ের আঁকা কিছু ছবি পোস্ট করেন মিথিলা। ছবিটি দেখে বুঝতে বাকি নেই যে, চলমান কোটা আন্দোলন পরিস্থিতিতে সম্প্রতি ঘটে যাওয়া গুলিকাণ্ডের চিত্র এগুলো।
মেয়ের আঁকা ছবিটি শেয়ার করে ক্যাপশনে মিখিলা লিখেছেন— আমার মেয়ের আঁকা ছবি। ছোটরাও বড় হয়ে গেলো। এবার বড়দের একটু সুমতি হোক।
ওই ছবিতে দেখা যায়, লাল রক্ত মাখা শরীরে একটি বেডিতে পড়ে আছে কিছু নিথর শরীর। পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আরও কিছু মানুষ। তার একটি প্ল্যাকার্ডে লেখা উই ওয়ান্ট ফ্রিডম। আরেকটি প্ল্যাকার্ডে লেখা, উই ওয়ান্ট জাস্টিস। ওপরের প্রচ্ছদে লেখা, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো দেখে বেশ চমকে যান মিথিলার অনুরাগীরা। কেউ তো লিখেছেন, ওরা আমাদের চেয়ে সাহসী। কারও মন্তব্য, ভীষণ সুন্দর এবং বুদ্ধিদীপ্ত।