কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় রক্তের বন্ধন সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে অন্ধ হাফেজ হাবিবুর রহমান এর স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি গাজী রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দ্বীনের পথ সংগঠনের চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সংগঠনের উপদেষ্টা আসাদুর রহমানসহ অন্যরা। প্রতিযোগিতায় জেলার ৩৬ মাদ্রাসা থেকে ১৩৪ জন অংশ নেয়।