19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশিসহ নিহত ৭

কুয়েতে এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন বাংলাদেশি প্রবাসী, বাকি পাঁচজন ভারতীয়। এছাড়া এ দুর্ঘটনায় আরও তিন ভারতীয় আহত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) প্রতিবেদনে জানানো হয়, ভোরে সেভেনথ রিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা একটি মিনি বাসে করে কর্মস্থল থেকে ফিরছিলেন। এ সময় অন্য একটি গাড়ি বাসটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রিং রোডের আবদুল্লাহ আল মোবারক এলাকার বিপরীতে থাকা সেতুর ডিভাইডারে ধাক্কা দেয়।

যে সময় দুর্ঘটনা ঘটে তখন মিনিবাসটিতে ১০ জন ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি প্রবাসী। তারা হলেন- কুমিল্লার আলি হোসেনের ছেলে মো. হাসান ও ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোতালিবের ছেলে মো. জামাল মিয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন