সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে, দেশজুড়ে ফের আন্দোলনে শিক্ষার্থীরা। আজ (৩ জুলাই) দুপুরের পর, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি রয়েছে তাদের।
গতকাল রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়ে মানুষ। তাদের মতে, এটি বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন। শুধু রাজধানীতেই নয়, আন্দোলনে আছেন দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এবার শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে আন্দোলন করছেন—
১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।
২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন পূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।
৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।
৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।