আজ শনিবার (৬ জুলাই) প্রথমবার খেলতে নেমে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠল কানাডা। টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে তারা পেয়েছে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসাবে। গতকাল শুক্রবার (৫ জুলাই) কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। এবং আজকের ম্যাচ জিতে তাদের প্রতিপক্ষ হিসাবে যোগ দিয়েছে কানাডা।
আগামী ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ১-১ গোলে সমতা থাকে নির্ধারিত ৯০ মিনিটে। এবং পেনাল্টি শুটআউটে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল কানাডা।
মাত্র ১৩ মিনিটের মাথায় জ্যাকভ শাফেলবার্গের গোলে লিড নেয় কানাডা। গোল খেয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ভেনেজুয়েলা প্রথমার্ধে গোলের ব্যবধান বাড়াতেিতিয়ারদ
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৪ মিনিটে সালোমন রনডনের শটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে সমতা ফেরে ভেনেজুয়েলা। ১-১ গোলের সমতায় আসার পর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকার, যেখানে বাজিমাত করে কানাডা।
কোপা আমেরিকায় প্রথম অংশ নিয়েছে ২০২৬ বিশ্বকাপের সহ–আয়োজক দেশ কানাডা। আর ইতিহাস গড়ে প্রথমবারেই চমক দেখিয়ে সেমিফাইনালে উঠল তারা। লিওনেল স্কালোনির দল আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও খেলেছে কানাডা। সে ম্যাচে ২-০ গোলে হেরে যায় তারা।