27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
spot_imgspot_img

কোরবানির ঈদে এবার দেশি পশুতেই ঝোঁক ক্রেতাদের

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের খামারিরা নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। মূলত খামারের গরুতেই ঝোঁক বেশি ক্রেতাদের। নানা জাতের গরুর চাহিদার সঙ্গে বাহারি সব নামও নজর কাড়ছে তাদের।

কুমিল্লায় কোরবানির পশুর হাট এখনও জমে না উঠলেও, নগরী ও আশপাশের এলাকায় গড়ে ওঠা এগ্রো ফার্মগুলোতে চলছে বেচা-বিক্রি। কোরবানিতে নানা জাতের গরুর চাহিদার সঙ্গে বাহারি সব নামও নজর কাড়ছে ক্রেতাদের।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, এবার কুমিল্লায় কোরবানীর পশুর চাহিদা ২ লাখ ৮৯ হাজার ১২০টি। বিক্রি করার মতো পশু আছে ২ লাখ ৮৮ হাজার ৭৮৮টি।

নিরাপদ পরিবেশে এবং কোন ঝামেলা ছাড়াই, কোরবানির পশু কিনতে খামারমুখি ক্রেতারা।

ঝিনাইদহেও একই পরিস্থিতি। এবার কোরবানী হাটে মাঠ কাপাচ্ছে মহারাজ। বিশাল দেহের অধিকারী এই ষাড়টি এবার হাটে তোলা হয়েছে। ৩৫ মণের গরুটি দেখতে দুর-দুরান্ত থেকে আসছেন ক্রেতারা।

আনুমানিক ৩৫ মণের গরুটির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।

সব ধরণের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন