ভালো করলে প্রশংসা আর খারাপ সময়ে দুয়োধ্বনি। সমর্থকরা এমনই। তবে, বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে পড়লে, সমর্থকদের পাশেই চান টাইগার অধিনায়ক শান্ত। সিনিয়র হিসেবে সাকিব ও মাহমুদউল্লাহ পরামর্শ দেবেন, সেই প্রত্যাশাও রাখলেন।
বিশ্বকাপের বাকি মাত্র কয়েকদিন। বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা প্রতিবারই থাকে। এবার অবশ্য, সেই আশায় কষে ধাক্কা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন গ্রুপ পর্ব পার হওয়াই লক্ষ্য লাল সবুজদের।
খেলা হলে, একঝাঁক টাইগার সমর্থক থাকে দেশে-বিদেশে সবখানেই। মার্কিনীদের বিপক্ষে হেরে যাওয়া সিরিজেও দেখা গেছে সেই চিরচেনা দৃশ্য। কিন্তু, খেলোয়াড়দের হয়েছে তিক্ত অভিজ্ঞতা।
এখন সব পেছনে ফেলে, বিশ্বকাপ মঞ্চের অপেক্ষা। অধিনায়ক জানালেন, সবাইকে পাশে চান খারাপ সময়েও। চান সিনিয়রদের পরামর্শও।
শান্ত, লিটন, সৌম্যর ব্যাটে খরা চলছেই। নেই তামিম, মিরাজ, সাইফউদ্দিন। অভিজ্ঞ হিসেবে আছেন কেবল সাকিব আর মাহমুদউল্লাহ। বিশ্বকাপে তাদের দিকেই তাকিয়ে টাইগার ভক্তরা।