কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। কিছুক্ষণ পরই এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতৃত্বে রয়েছেন। জানা গেছে, বাড়তে থাকা ব্যাংক ঋণের সুদহার নিয়ে, বাংলাদেশ ব্যাংকের কাছে নিজেদের উদ্বেগের কথা জানাতে যাচ্ছেন ব্যবসায়ীরা। দেশের আর্থিক পরিস্থিতির সব সূচকই এখন নাজুক। এমন অবস্থায়, এই বৈঠক হতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে।