গাজায় আরও একটি স্কুলে হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২৮ জন। আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।
গাজার জাবালিয়ার একটি স্কুলে এ হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজা উপত্যকায় আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া আরেকটি স্কুলে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী এই এলাকায় তাদের স্থল হামলা চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা মেধাত আব্বাস জানিয়েছেন, ‘ইসরায়েলের নতুন করে স্থল আক্রমণের পর প্রায় দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা এই এলাকায় বৃহস্পতিবারের হামলায় আরও ১৬০ জন আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আগুন নেভানোর পানি নেই। কিছুই নেই। এটা একটা গণহত্যা। বেসামরিক নাগরিক ও শিশুদের হত্যা করা হচ্ছে, আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে।’