21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

গাজীপুরে বাসচাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরও একজন। 

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিন টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। একপর্যায়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছায়। গ্যাস নেওয়ার জন্য প্রাইভেটকারটি ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতি একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।

এসময় আশ-পাশের লোকজন দৌড়ে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত অস্থায় একজন ও গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্মরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন