27 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪
spot_imgspot_img

চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করতে হবে: কাদের

আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (৮ জুলাই) আওয়ামীলীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, সরকার কোটা বাতিলে আন্তরিক বলেই উচ্চ আদালতে আপিল করেছে। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা পরিহার করা উচিত ৷ আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে ৷

তিনি বলেন, কোটা আন্দোলনের ৩১ জন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি৷ কোনো রাজনৈতিক দল আদালতের বিচারাধীন বিষয়ে পক্ষ নিতে পারে না ।

এ সময় মন্ত্রী আরও বলেন, এখানে রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে গেছে। বিএনপি ও সমমনারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। সমর্থন করে অংশ নিয়েছে এই আন্দোলনে। আন্দোলন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। 

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন